শনিবার, ২১ মে, ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯, Saturday, May 21, 2022
ইউক্রেনে রাশিয়ার আগ্রসনের বিরুদ্ধে বিক্ষোভ

ইউক্রেন সীমান্তে রাশিয়া কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। নিরাপত্তার খাতিরে এই সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। পশ্চিমা দেশ এবং মস্কোর মধ্যে কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক আলোচনা চললেও কোনো সুফল আসেনি।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাস্তায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘খারকিভ ইউক্রেন’ ও ‘রাশিয়ার হামলা বন্ধ কর’। খবর রয়টার্সের।
খারকিভের রাস্তায় বিক্ষোভকারীরা ইউক্রেনের জাতীয় সংগীত গেয়ে ও হাতে দেশটির জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের হাতে কিয়েভের মিত্রদেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের পতাকাও ছিল।
খারকিভের বাসিন্দা নিনা কেভিতকো বলেন, জনগণ রাস্তায় নেমে বিক্ষোভের মাধ্যমে প্রমাণ করেছেন যে খারকিভ ইউক্রেনের শহর। কোনো হামলার মুখে তাঁরা আত্মসমর্পণ করবেন না।