শনিবার, ২১ মে, ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯, Saturday, May 21, 2022
বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারা বাসায় আইসোলেশনে রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী এই নিয়ে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ২০২০ সালের নভেম্বরে নাইজারে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) সম্মেলনে যোগ দেয়ার প্রাক্কালে নিয়মানুযায়ী করোনা পরীক্ষা করা হলে তিনি ‘পজিটিভ’ হন। এরপর সেই সফর বাতিল করা হয়।
ড. মোমেন ও তার স্ত্রী সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজও নিয়েছেন। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনস্টিটিউটে বিদেশী কূটনীতিকদের জন্য বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার জন্য উৎসাহ দিয়েছিলেন।