সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৩১ শ্রাবণ ১৪২৯, Monday, August 15, 2022
যেভাবে ছবিতে পরীর প্রকাশ

হুইলচেয়ারে বসা চিএনায়িকা পরীমনি। হাতে ফুল। মুখে মাস্ক। আনন্দে হাসছেন আর হাসির রংঙটা যেন দেখা যাচ্ছে তার চোখের চশমাতেও। আর পরীমনি একটা অন্যরকম জায়গায় বসা যাকে পেছন থেকে হুইলচেয়ারে করে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুখে মাস্ক পরিহিত আরেকজন মানুষ। এমন একটি স্থিরচিত্র নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন নায়িকা পরীমনি। ক্যাপশনে লেখা, ‘কনগ্র্যাচুলেশন পরী, থ্যাংক ইউ রাজ।’
এর আগে এই ছবিটি পোষ্ট করেন চিত্রনায়ক শরিফুল রাজ। এই স্থিরচিত্র পোষ্টের পরই এটাকে ঘিরে তৈরি হয় রহস্য। আসল বিষয় জানতে পরীমনিকে ফোন করেন সাংবাদিকরা।
শুরু হয় আলোচনা সমালোচনা আর অভিনন্দন। পরীমনি জানান, তিনি মা হচ্ছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আর খুশির খবরটা এভাবে প্রকাশ করে তারা দুজনই জানান, ঘটনা সত্য আমরা বাবা–মা হচ্ছি!’